ভারতে প্রথমবারের মতো ফাইভজি ইনোভেশন ল্যাব চালু করেছে জিই হেলথকেয়ার, যা বিশ্বে এ প্রতিষ্ঠানেরও প্রথম। খবর পিটিআই।
প্রতিষ্ঠানটি জানায়, ব্যান্ডউইথের বিস্তৃতি, তথ্য আদান-প্রদানের উচ্চগতি, লো ল্যাটেন্সি, দ্রুতগতির সংযোগ ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে ফাইভজি রোগীদের ধারাবাহিক যত্নে, উন্নত চিকিৎসা নিশ্চিতে, থেরাপি দেয়া ও রোগ নির্ণয়ে সহায়তা দিতে সক্ষম।
বিবৃতিতে জিই হেলথকেয়ার জানায়, রোগীর যত্নে জিই হেলথকেয়ারকে সবার চেয়ে এগিয়ে রাখতে এ ফাইভজি ইনোভেশন ল্যাব ডিজাইন করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। বেঙ্গালুরুর জন এফ ওয়েলচ টেকনোলজি সেন্টারে অবস্থিক জিই হেলথকেয়ারের সর্ববৃহৎ গবেষণা ও উন্নয়ন কেন্দ্রটি পরবর্তী প্রজন্মের উন্নত চিকিৎসা প্রযুক্তি ও ওষুধের পরীক্ষা কেন্দ্র হিসেবে কাজ করবে। এতে পরীক্ষা ও উন্নয়নের জন্য ব্যক্তিগত ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো রয়েছে।
২০২১ সালে স্বাস্থ্য সেবায় ফাইভজির অবদান ছিল প্রায় ২১ কোটি ৫০ লাখ ডলারের কাছাকাছি। ২০২৬ সাল নাগাদ তা ৩৬৬ কোটি ৭০ লাখ ডলার ছাড়িয়ে যাবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে রোগীরা এতদিন যে অভিজ্ঞতা পেয়েছেন ফাইভজির কারণে সেখানে আমূল পরিবর্তন আসবে। জিই হেলথকেয়ারের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যান মাকেলা বলেন, বৈশ্বিকভাবে ভারতের বাজার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে ফাইভজি প্রযুক্তিকে কাজে লাগানোর এখনই সময়। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে পরবর্তী ধাপে উন্নীত হওয়া যাবে।