মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার ব্যবহার না করলেও হ্যাকিংয়ের শিকার হতে পারেন! উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডিফল্ট এ ব্রাউজার কম্পিউটারে থাকলে পুরো সিস্টেমই অরক্ষিত হয়ে পড়তে পারে। নিরাপত্তা গবেষক জন পেজ সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। খবর দ্য ভার্জ।
জন পেজ বলেন, যদি আপনি কখনো ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার ওপেন নাও করে থাকেন, তাহলেও আপনার উইন্ডোজের তথ্য চুরি হতে পারে। কারণ ব্রাউজারটি ক্ষতিকর কোডের অনুপ্রবেশ অনুমোদন দেয়।
পেজ এমন কিছু ত্রুটি পেয়েছেন, যার মাধ্যমে আবিষ্কার করেছেন, কীভাবে হ্যাকাররা কম্পিউটার থেকে বিভিন্ন ফাইল চুরি এবং স্বয়ংক্রিয়ভাবে নজরদারি করতে পারে।
পেজের দাবি, সবচেয়ে বড় ত্রুটির একটি হলো, অনেক সময় আপনাকে হয়তো ব্রাউজারটি ওপেনই করতে হবে না। ফাইল বা মেসেজ খুললেই আপনি কারো নিয়ন্ত্রণে চলে যাবেন!