ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বেসরকারি সরবরাহকারী সংস্থা আইএসপির চেয়েও কমমূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার চেষ্টা চলছে। গ্রাহকরা যেন আরও সাশ্রয়ী মূল্যে বিটিসিএলের জিপন (গিগাবাইট প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্কস) সেবা নিতে পারেন; সে ব্যবস্থা করা হচ্ছে।
বৃহস্পতিবার ময়মনসিংহ টেলিফোন এক্সচেঞ্জে জিপন সার্ভিস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, টিএনটি অপ্রচলিত প্রযুক্তিতে পরিণত হয়েছে। আমরা যেভাবে টেলিফোন দিচ্ছিলাম সেভাবে টেলিফোন এখন আর ব্যবহার হয় না। মোবাইল ফোনের যুগ আসায় ল্যান্ডফোনের ব্যবহার বন্ধ করেছেন। এই জায়গায় পরিবর্তন আনার চেষ্টা চলছে। এখন টেলিফোন টু টেলিফোন ভ্যাট-ট্যাপসহ মাসিক ১৭৩ টাকা মূল্যে সংযোগ দিচ্ছি, যেখানে যত খুশি কল করা যায়। লাইনে তামার তারের পরিবর্তে জিপন অপটিক্যাল ফাইবার দিয়ে দ্রুতগতিতে ইন্টারনেট সেবা দিচ্ছি, ফলে সেবার গুণগত মানও বেড়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব সেবাষ্টিন রেমা, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, মডার্নাইজেশন অব টেলিকমিউনিকেশন প্রকল্প পরিচালক আসাদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তী, বিটিসিএল ডিজিএম ইঞ্জিনিয়ার হানিফ উদ্দিন, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সাজু চন্দ্র পণ্ডিত প্রমুখ।