বন্দর নগরী চট্টগ্রামের গ্রাহকদের জন্য দিগুণ গতির ইন্টারনেট নিয়ে এসেছে বাংলালিংক। টাইম ডিভিশন ডুপ্লেক্স (টিডিডি) প্রযুক্তির মাধ্যমে চট্টগ্রামে ২.৩ গিগাহার্জ ব্যান্ডের নতুন স্পেকট্রামের ব্যবহার শুরু করেছে বেসরকারি এই মোবাইল অপারেটর।
রোববার, ১৬ অক্টোবর চট্টগ্রামে আয়োজিত এক প্রেস কনফারেন্সে বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু এই তথ্য জানান।
অনুষ্ঠানে কান তেরজিওগ্লু বলেন, বাংলাদেশে আমরা দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছি। প্রবৃদ্ধির এই ধারা বজায় রাখতে চট্টগ্রাম অঞ্চলের নেটওয়ার্কে বিপুল পরিমাণে বিনিয়োগ করা হচ্ছে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, বাণিজ্যিক কেন্দ্র হিসেবে জাতীয় গুরুত্বের কারণে চট্টগ্রাম আমাদের সম্প্রসারণ পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। এই বিভাগের সাধারণ গ্রাহক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান উভয়ই আমাদের সম্প্রসারিত নেটওয়ার্ক কভারেজের সুবিধা পাবে।
বাংলালিংকের ধারাবাহিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার।
দেশের সর্বস্তরে উন্নতমানের ফোরজি নেটওয়ার্ক পৌঁছৈ দিতে বাংলালিংক গত নয় মাসে ৩২০০টিরও বেশি বেইজ ট্রান্সসিভার স্টেশন স্থাপন করেছে। এছাড়া ২.৩ গিগাহার্জ ব্যান্ডের নতুন তরঙ্গ এবং টাইম ডিভিশন ডুপ্লেক্স (টিডিডি) প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্মের ফোরজি চালু করেছে বাংলালিংক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত এবং চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।