আগামী এক বছরের মধ্যে গ্রামীণফোনের নেটওয়ার্ক সক্ষমতা দ্বিগুণের পাশাপাশি সেবার মান উন্নতি করা হবে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের কাছে এমন প্রতিশ্রুতি প্রদান করেছে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) টেলিনরের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এশিয়া জর্গেন সি আরেন্টজ রজট্রাপের নেতৃত্বে গ্রামীণফোনের এক প্রতিনিধিদল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাতকালে এমন আশ্বাস দেওয়া হয়।
এ সময় মোস্তাফা জব্বার গ্রাহক ভোগান্তি নিরসনে সেবার মান নিশ্চিত করতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছেন।
মন্ত্রী বলেন, সেবার মান যত বাড়বে কলড্রপ ভর্তুকি তত কমে আসবে। গুগল কিংবা মাইক্রোসফট আজ জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে প্রযুক্তিগত উৎকর্ষের কারণে। উদ্ভাবন ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া ডিজিটাল যুগে প্রতিযোগিতায় টিকে থাকা কারো পক্ষে সহজ হবে না।
স্মার্টফোন ব্যবহারের হার শতভাগে উন্নীত করতে গ্রামীণফোনকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, সাধারণ গ্রাহক যাতে কিস্তিতে স্মার্টফোন কিনতে পারেন, গ্রামীণফোন এ ধরনের উদ্যোগ নিলে তা খুবই প্রশংসিত হবে।
জর্গেন সি আরেন্টজ রজট্রাপ তরুণ জনগোষ্ঠীকে ডিজিটাল দক্ষতা অর্জন, স্মার্টফোনের প্রসার, ডাটা সিকিউরিটি, ডাটা প্রাইভেসি এবং আগামী এক বছরের মধ্যে গ্রামীণফোনের সক্ষমতা দ্বিগুণে উন্নীত করতে তাদের পরিকল্পনা মন্ত্রীকে অবহিত করেন এবং সেবার মান উন্নতি করার প্রতিশ্রুতিও প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন টেলিনরের হেড অব এক্সটারনেল রিলেশন মনিষা দগরা, হেড অব ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ওলি জর্ন জুলস্টাড এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান।