চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে বেশ কিছুদিন ধরেই পশ্চিমা দুনিয়ায় অস্বস্তিতে রয়েছে। এরমধ্যেই মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ দাবি করেছে, খোদ চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এ প্রতিষ্ঠানটিকে অর্থ যোগায়। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, হুয়াওয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে সিআইএ জানিয়েছে, চীনা এই প্রযুক্তি প্রতিষ্ঠানটিতে অর্থায়ন করে চীনের ন্যাশনাল সিকিউরিটি কমিশন, দ্য পিপল’স লিবারেশন আর্মি এবং দেশটির একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
চলতি বছরের শুরুর দিকে ‘ফাইভ আইস’ নামের একটি ইন্টিলিজেন্স গ্রুপের সদস্যদের কাছেও হুয়াওয়ে সম্পর্কে একই দাবি করেছিল সিআইএ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড এ গ্রুপের সদস্য।
এসব বিষয়ে কথা বলতে হুয়াওয়ের সঙ্গে যোগাযোগ করে দ্য টাইমস। উত্তরে হুয়াওয়ে জানিয়েছে, নূন্যতম কোনো প্রমাণ ছাড়া বেনামী সূত্র থেকে উদ্বৃত এমন অভিযোগের বিষয়ে তারা কোনো মন্তব্য করে না।
এর পাশাপাশি সিআইএ এবং চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গেও যোগাযোগ করে যুক্তরাজ্যভিত্তিক ওই সংবাদমাধ্যমটি। তবে এতে তাৎক্ষণিক কোনো বক্তব্য পায়নি তারা।
সেই সূত্রে গত ১ ডিসেম্বর মার্কিন অনুরোধে কানাডায় গ্রেফতার করা হয় প্রতিষ্ঠানটির সিএফও মেং ওয়ানঝুকে। তিনি হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়ে এবং তার উত্তরাধিকারী। এর জবাবে চীন হুঁশিয়ারি দেয়, কানাডাকে চরম মূল্য দিতে হবে। তারা চীনে থাকা কানাডার অন্তত ১৩ জনকে আটক করেছে। কানাডায় ওয়ানঝু এখন জামিনে আছেন। কিন্তু তাকে পায়ে নজরদারি বেল্ট পরে থাকতে হয়। তার চলাচলের ওপর বিধিনিষেধ রয়েছে।