আজকাল আমাদের স্মার্টফোন আর ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও চলে না। সারাক্ষণ কোনো না কোনো কারণে ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে অনেককে। ঘরে-কর্মস্থলে ওয়াই-ফাই ব্যবহার করলেও বাইরে বের হলে মোবাইল ফোনের ডেটাই ভরসা। তবে ডেটা দ্রুত শেষ হয়ে যায়। এর পেছনে বেশ কয়েকটি কারণ আছে। আবার ডেটা দ্রুত ফুরিয়ে যাওয়া ঠেকাতেও রয়েছে কিছু উপায়।
ডেটা খরচ কমাবেন যেভাবে:
• অটোমেটিক আপডেট বন্ধ করা: স্মার্টফোনে অনেক ফিচার অটোমেটিকভাবে আপডেট হতে থাকে। বেশিরভাগ মানুষই তাদের ফোনে অটোমেটিক আপডেট অন করে রাখেন। ফলে একটি নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনার ফোন নিজে থেকেই ডেটা ব্যবহার করে আপডেট নিয়ে থাকে। এতে দ্রুত ইন্টারনেট ডেটা শেষ হয়ে যায়। ফোনের সেটিংসে গিয়ে অ্যাপ অপশন সিলেক্ট করুন। এরপর যেগুলো আপনি আপডেট করতে চান না সেসব অ্যাপ সিলেক্ট করুন, যেন আপডেট করতে আপনার অনুমতি নিতে নোটিফিকেশন আসে। এতে অটো আপডেট বন্ধ থাকবে এবং ডেটা খরচও কমবে।
• সময় বেঁধে দেওয়া: ইন্টারনেট ব্যবহারে সময় বেঁধে দিতে পারেন। আপনার বেঁধে দেওয়া সময় বা ডেটার পরিমাণ শেষ হলেই স্বয়ংক্রিয়ভাবে মুঠোফোনে সতর্কবার্তা দেখা যাবে। এমনকি ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে যাবে।
• ডেটা সেভার মোড চালু: মুঠোফোনে ইন্টারনেট ডেটার খরচ কমাতে অনেকেই ডেটা সেভার মোড ব্যবহার করেন। যে অ্যাপগুলো বেশি ডেটা খরচ করে, কেবল সেগুলোতে ডেটা সেভার মোড চালু করবেন। এ জন্য সেটিংসে প্রবেশ করে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশন থেকে ইন্টারনেটে ক্লিক করে নন-ক্যারিয়ার ডেটা ইউজেস সিলেক্ট করলেই বেশি ডেটা খরচ করা অ্যাপগুলোর তালিকা দেখা যাবে। অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ করেও ইন্টারনেট ডেটা খরচ কমানো যায়।