রাজধানীর মহাখালির খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মোবাইল সেবায় বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে মোবাইল ফোন অপারেটররা। অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসরকারি অপারেটর রবি ও গ্রামীণফোন।
এক বিজ্ঞপ্তিতে রবি বলছে, খাজা টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় কারিগরি কারণে কিছু গ্রাহকের রবি থেকে অন্য অপারেটরে অথবা অন্য অপারেটর হতে রবিতে ভয়েস কল করার ক্ষেত্রে সাময়িক অসুবিধা হতে পারে। কারিগরি বিভাগ দ্রুততম সময়ে সমস্যাটি সমাধানে কাজ করে যাচ্ছে।
অন্যদিকে, গ্রামীণফোন এক বিজ্ঞপ্তিতে বলছে, মহাখালীর আমতলীতে অগ্নিকাণ্ডের কারণে কারিগরি বিপর্যয়ে কিছু গ্রাহকের গ্রামীণফোন থেকে অন্য অপারেটরে ভয়েস কল জনিত সাময়িক অসুবিধা হতে পারে। আমাদের টিম দ্রুততার সাথে সমস্যাটি সমাধানে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এ ঘটনায় ভবন থেকে লাফিয়ে নামতে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এখন পর্যন্ত ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরাও একযোগে কাজ করছেন। আগুনের কারণ এখনো জানা যায়নি।