টেলিটকের পণ্য নিয়ে জনগণকে হতাশ করা হয়েছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে টেলিটক কার্যালয় পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সীমিত সম্পদ দিয়ে উদ্ভাবনী সৃজনশীল হতে হবে, মেধার অপচয় করা যাবে না, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে হবে।
টেলিটকের পক্ষ থেকে তৃতীয় পক্ষ নিরীক্ষা দল দ্বারা প্রতিষ্ঠানটির বিগত ৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসেব করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি কোনও অন্য সমস্যা আছে কি না, সেটি চিহ্নিত করতে টেলিটককে অভ্যন্তরীণ নিরীক্ষা করারও কথা বলেন।
এসময় আইসিটি প্রতিমন্ত্রী টেলিটকের কাছে বিগত ৫ বছরে আয়ের প্রধান ৫টি উৎস, আয়ের খতিয়ান, ব্যয়ের খাত ও পরিমাণ জানতে চান।