মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার হুয়াওয়ে প্রসঙ্গে সুর কিছুটা নরম করলেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তির অংশ হতে পারে হুয়াওয়ে। চীনের এ টেলিকম জায়ান্টকে ‘খুবই বিপজ্জনক’ আখ্যা দেওয়ার পরও বাণিজ্য চুক্তিতে প্রতিষ্ঠানটিকে রাখার কথা বললেন তিনি।
শুক্রবার বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি।
হুয়াওয়ের বিরুদ্ধে মার্কিন সরকারের অভিযোগের শেষ নেই। কিন্তু যখন চীনের সঙ্গে দেশটি বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে তখন বলছে, হুয়াওয়ে ওই চুক্তির অংশ হতে পারে।
চীনের সঙ্গে যে কোনো বাণিজ্য চুক্তির অংশ করা সম্ভব হুয়াওয়েকে উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা যদি চুক্তি করি, তবে যেকোনো ভাবে হুয়াওয়ে এর অংশ হতে পারে।
হুয়াওয়ে বিপজ্জনক হলেও এ কোম্পানিকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বিরোধ তৈরি হয়েছে তা চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির মধ্য দিয়েই সমাধা করা যেতে পারে বলে ট্রাম্প উল্লেখ করেন।
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ দ্রুতই মেটাতে চান ট্রাম্প। যদিও ওয়াশিংটনে দু’সপ্তাহ আগের আলোচনা শেষের পর চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ-পর্যায়ের কোনো বৈঠক এখনো নির্ধারণ হয়নি।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ থেকে চীন এবং মার্কিন বাণিজ্য যুদ্ধ চরম অবস্থায় পৌঁছেছে। বিশেষ করে গত সপ্তাহে মার্কিন প্রতিষ্ঠান গুগল চীনা জায়ান্ট হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাতিল করলে দুই দেশের মধ্যে একটা যুদ্ধাবস্থা তৈরি হয় বাণিজ্য ক্ষেত্রে।
ইতোমধ্যে দুই দেশই দুদেশের পণ্য আমদানি করার ক্ষেত্রে শুল্ক কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়াও চলছে আরও বেশি শুল্ক আরোপের হুমকী। মার্কিন সরকার হুয়াওয়ের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার জন্য হুমকী বলে দেখেছে।
অন্যদিকে বেইজিং বলছে, এটা আসলে চীনের প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়েকে হয়রানি করা হচ্ছে। হুয়াওয়েকে যুক্তরাষ্ট্র কালো তালিকাভুক্ত করে গত ১৫ মে। এরপর গত রোববার গুগল হুয়াওয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করে। ফলে বিপাকে পড়ে যায় হুয়াওয়ে।