সেলফোন অপারেটর গ্রামীণফোন ও রাইড শেয়ারিং কোম্পানি উবারের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় গ্রামীণফোন গ্রাহকরা ফার্মগেটে অবস্থিত গ্রামীণফোন সেন্টার থেকে তাদের গাড়ি কিংবা মোটরসাইকেল উবারে চালানোর জন্য নিবন্ধন করাতে পারবেন। এছাড়া যারা এরই মধ্যে নিবন্ধন করিয়েছেন, তারা সেখান থেকে প্রয়োজনীয় সেবাসংক্রান্ত সহায়তা পাবেন।
এ অংশীদারিত্বের আওতায় জিপি উবার চালকদের জন্য থাকছে বিশেষ দামে জিপি স্টার্টার কিট। এ স্টার্টার কিটের মধ্যে রয়েছে ১৫ গিগাবাইট ডাটা প্যাক (৬৪৯ টাকায়, ৩০ দিনের মেয়াদে)। এছাড়া বিনামূল্যে একটি জিপি প্রি-পেইড সিমের পাশাপাশি মাইক্রোম্যাক্স ক্যানভাস হ্যান্ডসেট ৬ দশমিক ৫৮ শতাংশ ছাড়ে ১৭ হাজার ৯৯ টাকায়, ৮ শতাংশ ছাড়ে ৯ হাজার ১৯৯ টাকায় মাইক্রোম্যাক্স বি৫ প্রো হ্যান্ডসেট ও ১৫ শতাংশ ছাড়ে ৪ হাজার ২৫০ টাকায় ভিটিএস লাইট হ্যান্ডসেট কিনতে পারবেন।
অন্যদিকে উবার জিপি সেন্টারে আসা গ্রাহকদের উবার অ্যাপ ডাউনলোডের ভিত্তিতে বিশেষ প্রোমো কোড দেবে। উবার চালকদের সেবা সহায়তায় জিপি রিটেইল স্টোরে নির্দিষ্ট জায়গা থাকবে।
এ চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন গ্রামীণফোন লিমিটেডের চিফ প্রকিউরমেন্ট অফিসার আবুল কাশেম মহিউদ্দীন আল-আমিন এবং উবার বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি লিড কাজী জুলকারনাইন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব অপারেশনস মোহাম্মদ সাজ্জাদ হাসিব, প্রতিষ্ঠানটির হেড অব ডিজিটাল সোলায়মান আলমসহ গ্রামীণফোন ও উবার বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তা।