বাংলাদেশে টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা খুঁজছে পাকিস্তানের এনগ্রো হোল্ডিংস।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এমন আগ্রহের কথা তুলে ধরেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল সামাদ দাউদ।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের আলোচনার বিষয় তুলে ধরে হয়।
এতে বলা হয়, এসময় তারা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এনগ্রো কোম্পানির সিইও বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেন।
তিনি বলেন, “বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী। এছাড়া ভোলা থেকে গ্যাস বিতরণ করে শিল্পখাতের অংশীদার হতে চাই।”
এনগ্রোর এমন আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, “আমরা এমন দীর্ঘমেয়াদী প্রকল্পে মনোনিবেশ করতে চাই, যা আমাদের জনগণের জীবনে বাস্তব পরিবর্তন নিয়ে আসবে।”
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে চার দিনের বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে ঢাকায় আসেন পাকিস্তানের কোম্পানি এনগ্রোর প্রধান নির্বাহী।
সম্মেলনের প্রশংসা করে দাউদ বলেন, ”এত শীর্ষস্থানীয় কোম্পানিকে এক ছাদের নিচে দেখে আমি আমি অভিভূত ।”
মুহাম্মদ ইউনূস এনগ্রো হোল্ডিংসকে আবারও বাংলাদেশে এসে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করার আমন্ত্রণ জানান। বলেন, “আমাদের দেশ শুধু বিনিয়োগের জন্যই নয় বরং বিশ্বের জন্য অনেক কিছু দেওয়ার সামর্থ্য রাখে।”
এসময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ ও মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।