বাংলাদেশে ইন্টারনেট সেবার গুণগত মান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, ‘বাংলাদেশে ইন্টারনেট কোয়ালিটি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। অথচ এ নিকৃষ্ট পণ্যই উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে।’
আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আইএসপিএবি ও মোবাইল অপারেটরদের উদ্দেশে কঠোর ভাষায় বলেন— ‘আপনারা যদি কোয়ালিটি না বাড়ান, তাহলে এই দাম ন্যায্য নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা এখনো পুরনো ভয়েস কল নির্ভর ব্যবস্থায় আছি। উদ্ভাবনের অভাবে ডিজিটাল কনটেন্টভিত্তিক ইন্টারনেট সেবা দিতে পারছি না। ফলে স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনাসহ গুরুত্বপূর্ণ সেক্টর পিছিয়ে আছে।’
বিশেষ করে ইন্টারনেট শাটডাউন প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন থেকে আর ইন্টারনেট বন্ধ হবে না। এটি নাগরিক অধিকার হিসেবে ঘোষণা করা হবে। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এই সিদ্ধান্ত জরুরি।’
এদিকে, আইএসপিএবি ঘোষণা দিয়েছে— এখন থেকে ৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট সেবা দেবে। তবে ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, এই ঘোষণা বাস্তবে কতটা কার্যকর, তা নিরীক্ষা করা হবে।
তিনি আরও বলেন, ‘আগামী দুই বছরে ইন্টারনেট খাতে বিশ্বমানের অবস্থানে পৌঁছাতে চাই। টপোলজি বদল, লাইসেন্স কাঠামো সংস্কার ও রাজনৈতিক প্রভাবমুক্ত করে নতুন পথচলা শুরু হবে।’