২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল গ্রাহকের কথা বলার ওপর করহার বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ একজন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে সরকার তা থেকে প্রায় ২৭ টাকা কেটে নেবে।
১৩ জুন, বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রস্তাব দেন।
বর্তমানে ১০০ টাকা রিচার্জে করবাবদ ২২ টাকা কেটে নেয় সরকার।
উল্লেখ্য, ২০১৯-২০ অর্থ বছরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিখাতে মোট ৫ হাজার ৩৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে তথ্য ও প্রযুক্তিখাতে খাতে এক হাজার ৯৩০ কোটি টাকা এবং ডাক ও টেলিযোগাযোগ খাতে ৩ হাজার ৪৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়।