বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নিয়মিত কয়েকশো কোটি মানুষ এই মেসেজিং সার্ভিস ব্যবহার করেন। এখানে মেসেজ পাঠানোর পরেও সেই মেসেজ ডিলিট করা সম্ভব। ২০১৭ সালে প্রথম এই ফিচার নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। একবার ডিলিট হলে সেই মেসেজ আর কেউ দেখতে পাবেন না। যদিও বিশেষ উপায়ে ডিলিট হওয়া মেসেজ দেখে নেওয়া সম্ভব।
যদিও এই কাজ করার জন্য আপনাকে কিছু আপোশ করতে হবে। যেহেতু ডিলিট হওয়া মেসেজ হোয়াটসঅ্যাপ অফিশিয়াল অ্যাপ থেকে দেখার সুযোগ নেই তাই থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করতে হবে। এই অ্যাপ আপনার ব্যাঙ্ক ব্যালেন্স, ওটিপি জেনে নিতে পারবে। নিজের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য থার্ড পার্টি অ্যাপকে দিতে রাজি থাকলে দেখে নিন ডিলিটেড মেসেজ দেখে নেওয়ার উপায়।
হোয়াটসঅ্যাপ -এ ডিলিট হওয়া মেসেজ দেখবেন কীভাবে?
- গুগল প্লে থেকে হোয়াটস রিমোভড প্লাস ডাউনলোড করে ইনস্টল করুন।
- ডাউনলোডের পরে যা যা পার্মিশন চাইছে তা দিয়ে দিন।
- এর পরে আপনি যে যে অ্যাপের নোটিফিকেশন সেভ করতে চান সিলেক্ট করুন। এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করুন।
- পরের স্ক্রিনে “ইএস সেভ ” ফাইলসিলেক্ট করে ‘এলাউ’ সিলেক্ট করে দিন।
- এর পর থেকে ডিলিট হওয়া মেসেজ সহ হোয়াটসঅ্যাপ এর সব মেসেজ সেভ হয়ে থাকবে।
যদিও শুধুমাত্র অ্যান্ড্রয়েড গ্রাহকরাই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন আইওএস গ্রাহকদের জন্য এমন কোন অ্যাপ পাওয়া যাচ্ছে না।
হোয়াটস রিমোভড প্লাস ব্যবহারের সময় আপনাকে একের পর এক বিজ্ঞাপন দেখতে হতে পারে। যদিও ১০০ টাকা পেমেন্ট করলে এই অ্যাপ থেকে বিজ্ঞাপন দেখা বন্ধ হতে পারে।