নিরাপত্তা ত্রুটির কারণে ক্রোম ব্রাউজার আপডেট করার পরামর্শ দিয়েছে গুগল। হ্যাকাররা ব্রাউজারে বড় ধরনের এই ত্রুটির সুযোগ নিয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
বিশ্বজুড়ে ৬০ শতাংশ ইন্টারনেট গ্রাহক এখন ক্রোম ব্রাউজার ব্যবহার করেন। গুগল ডিভাইসের ডিফল্ট এই ব্রাউজারটি ডাউনলোডও করা যায় বিনামূল্যে।
এক টুইটার আপডেটে গুগল ক্রোমের নিরাপত্তা প্রধান জাস্টিন শু বলেন, “এই মুহুর্তে অ্যাপটি আপডেট করুন।”
এক ব্লগ পোস্টে গুগলের পক্ষ থেকে বলা হয়, তারা একটি ত্রুটির বিষয়ে জেনেছেন এবং এর মাধ্যমে সক্রিয় হামলা চালানো হয়ে থাকতে পারে খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।
ব্রাউজারে মেমোরি নিরাপত্তা ত্রুটি থাকায় এর মাধ্যমে কম্পিউটারে ম্যালওয়্যার কোড ছড়াতে পারে হ্যাকাররা। মার্চের ১ তারিখই এই ত্রুটি সারাতে আপডেট আনে গুগল।
যেভাবে আপডেট করবেন ক্রোম ব্রাউজার:
ক্রোম ব্রাউজার চালু করুন।
ওপরে ডান দিকে ‘ক্লিক মোর’ চাপুন।
‘আপডেট গুগল ক্রোম’ বাটন চাপুন। যদি বাটনটি না দেখায় তবে আপনি সর্বশেষ সংস্করণেই আছেন।
অ্যাপটি বন্ধ করে আবার চালু করুন।