ফেসবুক এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়—খবর পড়া, ব্যবসা করা, পণ্য বিক্রি, ভিডিও দেখা, এমনকি চাকরি খোঁজার জায়গাও বটে। তবে ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই এমন কিছু কাজ জানেন না, যা জানলে অভিজ্ঞতা আরও সহজ ও নিরাপদ হয়।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, কিছু সহজ সেটিংস ও ফিচার জানলে ফেসবুক হবে আরও কার্যকর, সুরক্ষিত এবং ঝামেলাহীন।
১. প্রোফাইল পিকচারে প্রটেকশন দিন
আপনার প্রোফাইল ছবি যেন কেউ ডাউনলোড বা স্ক্রিনশট না করতে পারে, তার জন্য “Profile Picture Guard” অপশনটি অন করুন। প্রোফাইলের ছবিতে গেলে “Turn On Profile Picture Guard” দেখতে পাবেন।
২. আপনি অনলাইনে, এটা যেন সবাই না জানে
ফেসবুকে ঢুকলেই অনেকেই দেখেন কে কখন অনলাইনে। আপনি চাইলে “Active Status” বন্ধ করে দিতে পারেন। Settings > Active Status > “Show when you’re active” অপশনটি বন্ধ করে দিন।
৩. যিনি বেশি পাগল, তার পোস্ট হাইড করুন
বন্ধুর পোস্ট দেখতে ভালো লাগে না, আবার আনফ্রেন্ড করতেও ইচ্ছা করে না? খুব সহজ। পোস্টে গিয়ে ডান পাশে তিন ডটে ক্লিক করে “Snooze for 30 days” বা “Unfollow” করে দিন—তাঁর পোস্ট আর আপনার টাইমলাইনে আসবে না।
৪. আপনার অ্যাকাউন্ট কে কে খুলেছে দেখতে চান?
Settings > Security > Where You’re Logged In—এ গেলে দেখা যাবে, কে কোন ডিভাইস থেকে আপনার আইডিতে ঢুকেছে। সন্দেহ হলে “Log out from all devices” করে দিন।
৫. পাসওয়ার্ড চেকআপ করিয়েছেন?
Settings > Security > Password—এ গিয়ে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন। একই পাসওয়ার্ড বহুদিন ধরে ব্যবহার করা বিপজ্জনক।
৬. নাম বা ছবি সার্চে না চাইলে কী করবেন?
Privacy Settings-এ গিয়ে “Who can look you up using your phone number/email”—এই অপশনগুলো Only Me করে দিন। আর Public Search Results থেকে নাম সরিয়ে ফেলুন।
৭. ফেসবুক ডেটা ব্যাকআপ রাখতে চান?
Settings > Your Facebook Information > Download Your Information—এ গিয়ে আপনার সব ছবি, পোস্ট, কমেন্ট, মেসেজের ব্যাকআপ ডাউনলোড করতে পারবেন।
৮. ফেসবুক ‘বাতাসে’ খরচ কমাতে চান?
ভিডিও অটোপ্লে বন্ধ করে দিন। Settings > Media > Autoplay > Never Autoplay Videos নির্বাচন করলে ডেটা বাঁচবে।
৯. দুই ধাপের নিরাপত্তা অন করুন
Two-Factor Authentication চালু রাখলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়া অনেকটাই কঠিন হয়ে যাবে। এটি ফেসবুকের সিকিউরিটি সেটিংসে গিয়ে অন করা যায়।
১০. মৃত্যুর পর আইডি কী হবে?
আপনি চাইলে “Legacy Contact” বেছে দিতে পারেন, যিনি আপনার মৃত্যুর পর প্রোফাইল পরিচালনা করবেন। Settings > Memorialization Settings-এ গিয়ে এটি সেট করুন।