চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি আগামী ৩০ জুলাই লঞ্চ করবে গেমিং ফোন ব্ল্যাক শার্ক ২ প্রো । সম্প্রতি এই ফোনটিকে বেঞ্চ মার্ক সাইট এনটুটু তেও দেখা গেছে। কোম্পানি এই ফোনের একটি টিজার ভিডিও ও প্রকাশ করেছে।
সোশ্যাল মিডিয়া সাইট উইবোতে ভিডিও টিজার পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছে চীনা টেক জায়ান্টটি।
নতুন এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর দেওয়া হবে। এই স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস হলো বিশ্বের সবচেয়ে দ্রুত প্রসেসর। এইমুহূর্তে এই প্রসেসরের সাথে লঞ্চ হয়েছে কেবল একটি ফোন। আর তার নাম আসুস আরওজি ফোন২ ।
টিজারে ব্ল্যাক শার্ক ২ প্রো এর ডিজাইন দেখা গেলেও ফিচার সম্পর্কে কিছু জানা যায়নি। এই ফোনটি দেখতে অনেকটাই ব্ল্যাক শার্ক ২ এর মতোই হবে। এদিকে বেঞ্চমার্কের রিপোর্ট অনুযায়ী এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর ১২ জিবি র্যাম থাকবে । স্টোরেজের কথা বললে এতে পাবেন ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ।
ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৯ পাই। ব্রাইটনেস কমিয়ে গেম খেলার সুবিধার্থে এতে থাকবে ডিসি ডিমিং ২.০ ফিচার। গেমিংয়ের সময় ফোনকে স্বাভাবিক তাপমাত্রায় রাখতে এতে থাকবে লিকুইড কুলিং ৩.০+ ফিচার।