দ্বিতীয় ‘ভিশন ফান্ডে’ শীর্ষস্থানীয় কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে অংশীদার হিসেবে পাচ্ছে সফটব্যাংক গ্রুপ। জাপানি এ বিনিয়োগ প্রতিষ্ঠান এবার ১০ হাজার ৮০০ কোটি ডলার বা জাপানি মুদ্রায় ১১ লাখ ৭০ হাজার কোটি ইয়েন তহবিল ঘোষণা করেছে। বরাবরের মতো এবারো তাদের অগ্রাধিকার থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে। খবর জিডিনেট।
জানা গেছে, সফটব্যাংকের ‘ভিশন ফান্ড ২’ প্রকল্পের সমঝোতা স্মারকে স্বাক্ষরকারী প্রযুক্তি কোম্পানির মধ্যে রয়েছে অ্যাপল, মাইক্রোসফট ও ফক্সকনের মতো কোম্পানি। এবারের তহবিল বিনিয়োগে লক্ষ্য থাকবে বাজারে নেতৃত্বদানকারী, প্রযুক্তিনির্ভর প্রবৃদ্ধি ধরে রাখা প্রতিষ্ঠান। এআইয়ের ব্যবহার আরো গভীর ও বিস্তৃত করাই থাকবে মূল লক্ষ্য।
দ্বিতীয় ভিশন ফান্ডে সফটব্যাংক নিজস্ব তহবিল থেকে দিচ্ছে ৩ হাজার ৮০০ কোটি ডলার। বাকিটা আসবে অ্যাপল, ফক্সকন, মাইক্রোসফট, মিজুহো ব্যাংক, ন্যাশনাল ইনভেস্টমেন্ট করপোরেশন অব ন্যাশনাল ব্যাংক অব কাজাখস্তান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে। এসব কোম্পানি এরই মধ্যে এ-সংক্রান্ত প্রতিশ্রুতিসংবলিত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।
এদিকে সফটব্যাংকের গত বছরের ভিশন ফান্ডের আর্থিক প্রতিবেদন গত মে মাসে প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, ভিশন ফান্ড বিনিয়োগ থেকে কোম্পানির আয় হয়েছে ২৯ হাজার ৭০০ কোটি ইয়েন। পাশাপাশি বিনিয়োগকৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ কোটি ইয়েন। ব্যাংকের আয় এসেছে মূলত গত মে মাসে ওয়ালমার্ট ১ হাজার ৬০০ কোটি ডলারে ফ্লিপকার্ট কিনে নেয়ার ফলে। ফ্লিপকার্টে সফটব্যাংকের শেয়ার ছিল ২০ শতাংশ।
সফটব্যাংক জানিয়েছে, রাইড শেয়ারিং অ্যাপ উবারে তাদের বিনিয়োগের শেয়ারমূল্য বছরের ব্যবধানে বেড়েছে ৪১ কোটি ৮০ লাখ ইয়েন, গার্ডেন্ট হেলথে ২০ কোটি ৩০ লাখ ইয়েন এবং ওইয়োতে বেড়েছে ১৫ কোটি ৪০ লাখ ইয়েন।
গত ৩১ মার্চ সফটব্যাংকের প্রথম ভিশন ফান্ডের পোর্টফোলিও আলাদা করা হয়। এ পোর্টফোলিওতে বিনিয়োগের ঘরে রয়েছে ৬ হাজার কোটি ডলার, যার সম্ভাব্য বাজারমূল্য ৭ হাজার ২৩০ কোটি ডলার।
সফটব্যাংক গ্রুপ সামগ্রিকভাবে কোম্পানির বিভিন্ন আর্থিক পণ্য বিক্রি করেছে ৯ লাখ ৬০ হাজার কোটি ইয়েন সমমূল্যের, যা গত বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। এ বিক্রি থেকে কোম্পানিটি সুদ ও কর বাদে আয় করেছে ২ লাখ ৩৫ হাজার কোটি ইয়েন, যা গত বছরের তুলনায় ৮১ শতাংশ বেশি। অন্যদিকে কোম্পানির নিট আয় হয়েছে ১ লাখ ৪০ হাজার কোটি ইয়েন।