কি অবাক হলেন তো? অবাক করার মতই খবর। পুরনো মোবাইলকে নতুন রূপে ফেরাতে উদ্যোগী এইচএমডি গ্লোবাল। এর আগে নকিয়া ৩৩১০-র বিভিন্ন ভার্সন লঞ্চ করেছিল সংস্থাটি। তারপর একে একে নকিয়া ২১০ ও নকিয়া ৮১১০ ৪জি ফোনও ছাড়া হয়। এবার একই ধরনের দেখতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনছে গুগল। এমনই খবর শোনা যাচ্ছে টেক বাজারে।
‘নাইনটুফাইভ গুগল’ সাইটের খবর অনুযায়ী, অ্যান্ড্রয়েড ফোন আনতে পারে গুগল। এবং এই স্মার্টফোন প্রায় এইচএমডি-র পুরনো নকিয়া-র মতো দেখতে হবে।
তবে এই স্মার্টফোনে থাকবে গুগল অ্যাসিস্ট্যান্ট বা ভয়েস সার্চ। ক্যামেরা সম্পর্কে তথ্য না মিললেও গুগল-এর বিশেষ কিছু ফিচার্স থাকতে পারে এতে। নতুন এই স্মার্টফোনগুলির র্যাম-ও সীমিত হবে বলে ধারণা করা হচ্ছে।