চলতি বছরের নভেম্বরে ওয়ানপ্লাস সেভেন টি ও ওয়ানপ্লাস সেভেন টি প্রো সংস্করণের ফোন আনছে ওয়ানপ্লাস। মূলত ওয়ানপ্লাসের থ্রি টি, ফাইভ টি এবং সিক্স টি এর পথ ধরেই এই সেভেন টি বাজারে আসছে।
সম্প্রতি চীনের সোশ্যাল মিডিয়া সাইট উইবোতে ওয়ানপ্লাস সেভেন টি প্রোয়ের ছবিও ফাঁস হয়েছে। এর সঙ্গে ওয়ানপ্লাস ৭ প্রোয়ের ডিজাইনে অনেক মিল রয়েছে। আপাতত ছবিতে ফোনটির শুধু সামনের ডিজাইনই দেখা গেছে। এজন্যই ডিভাইসটির রিয়ার ক্যামেরা সেটআপ সর্ম্পকে কোনো ধারণা পাওয়া যায়নি। এছাড়া ফোনটির বেজেলের পরিমাণও খুবই কম।আর ডিসপ্লেতে নচও অনুপস্থিত।এজন্য ধারণা করা হচ্ছে, ফোনটিতে পপ আপ ক্যামেরা থাকবে।
এদিকে ফাঁস হওয়া অন্য আরেকটি ছবিতে দেখা যায়, ফোনটি অ্যান্ড্রয়েড বেটা প্রোগ্রামের অংশ। এছাড়া ফোনটিতে অ্যান্ড্রয়েড ১০ কিউ অপারেটিং সিস্টেম থাকতে পারে।তবে এখন পর্যন্ত ফোনটি সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
সাধারণত প্রতি বছরের প্রথম ও শেষ ভাগে ওয়ানপ্লাস নতুন ফোন বাজারে ছাড়ে। চলতি বছরের মে মাসে তাদের ওয়ানপ্রাস ৭ ও ওয়ানপ্লাস ৭ প্রো বাজারে আসে।