স্মার্টফোন মার্কেটে অনেকদিন ধরেই গুঞ্জন ছড়াচ্ছিল যে রেডমির বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে ধীরে ধীরে উঠে আসছে আরেক চীনা কোম্পানি রিয়েলমি।
সম্প্রতি একটি রিপোর্টে সেই সম্ভাবনা আরো জোরালো হলো। রিয়েলমি আজ ঘোষণা করেছে যে, সারাবিশ্বে এই মুহূর্তে তাদের সক্রিয় গ্রাহক সংখ্যা ১ কোটি ৭০ লক্ষ ( ১৭ মিলিয়ন) । তবে অবাক করার বিষয় এই যে, রিয়েলমি কেবল ১৫ মাসেই এতো ইউজারবেস গড়ে তুলেছে।
শুধু তাই নয়, রিয়েলমি মোবাইলের সিইও, মাধব শেঠ জানিয়েছেন, তারা গত ৯০ দিনে ৭০ লক্ষ নতুন কাস্টমার পেয়েছে। আর সেকারণেই এই মুহূর্তে ভারতের প্রথম ৫ টি স্মার্টফোন কোম্পানির তালিকায় ঢুকে পড়েছে রিয়েলমি। প্রসঙ্গত আজ থেকে ঠিক ১৫ মাস ( মে,২০১৮) আগে রিয়েলমি অপ্পো-র হাত ধরে রিয়েলমি ১ ফোনটির সাথে স্মার্টফোন মার্কেটে পদার্পন করে। এরপর অপ্পো-র থেকে বেরিয়ে এসে একক ব্র্যান্ড হিসাবে পথ চলা শুরু করে রিয়েলমি।
সম্প্রতি প্রকাশিত কাউন্টারপয়েন্ট এর একটি রিপোর্টে বলা হয়েছে, গতবছর রিয়েলমির গ্রোথ হয়েছে ৮৪৮ শতাংশ। এমনকি শাওমি ও স্যামসাং ও এতো দ্রুত মার্কেটে ছড়িয়ে পড়তে পারিনি। কাউন্টারপয়েন্ট আরো জানিয়েছে যে, ২০১৯ এর দ্বিতীয় কোয়ার্টারে রিয়েলমি ভারতের চতুর্থ বৃহত্তম টেলিকম কোম্পানি হিসাবে উঠে এসেছে। আর এর সম্পূর্ণ কৃতিত্ব বর্তায় রিয়েলমি সি২ এবং রিয়েলমি ৩ প্রো এর উপর । এই দুটি ফোন ভারতে ব্যাপক জনপ্রিয়।
শুরুতে রিয়েলমি চীনে ও ভারতে স্মার্টফোন লঞ্চ করলেও, এখন তারা ইউরোপের বিভিন্ন দেশেও তাদের ব্যবসাকে ছড়িয়ে দিয়েছে । কোম্পানি এখন বাজেট ফোন তৈরির পাশাপাশি ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও আনছে। যার সাম্প্রতিক উদাহরণ রিয়েলমি এক্স২ প্রো । এই ফোনটি কোম্পানির প্রথম ফোন যেখানে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। আশা করা যায় এই ফোনটিও রেডমি কে২০ ও ওয়ানপ্লাস ৭ সিরিজকে প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলবে।