যেকোনো চাকরিতে আবেদন করতে হলে বেশিরভাগ আবেদন কম্পিউটারে টাইপসহ অনলাইনে আবেদন করতে হয়। তাই চাকরি প্রার্থীদের—
১। ল্যাপটপ বা ডেস্কটপ (কম্পিউটার)
২। ইন্টারনেট সংযোগ বা মডেম
৩। পেন ড্রাইভ
৪। ইয়ার/হেড ফোন
এবং
৫। লিঙ্কডইন এ্যাকাউন্ট (www.linkedin.com)
৬। বিডিজবস এ্যাকাউন্ট (www.bdjobs.com)
ইত্যাদি থাকা খুবই জরুরি। যাঁর কম্পিউটার আছে, তাঁর কম্পিউটার বিষয়ে জ্ঞান বেশি থাকাটাই স্বাভাবিক। যাঁর ল্যাপটপ বা ডেস্কটপ নেই, তাঁর কম্পিউটার বিষয়ে জ্ঞান কম থাকাটাই দোষ। কেননা অন্যের যদি থাকতে পারে, আপনার কেনো থাকতে পারে না। অন্যের যদি চাকরির দরকার হয় আপনার কেন চাকরির দরকার হবে না (একটু কড়া ভাষায় বললাম, ক্ষমা করবেন)। বর্তমানে চাকরির বাজারে টিকে থাকতে হলে অবশ্যই নিজের কম্পিউটার থাকা দরকার। বাজারে ১৭-২৫ হাজার টাকার মধ্যে ভালোমানের ল্যাপটপ বা ডেস্কটপ পাওয়া যায়। তাই যত দ্রুত সম্ভব কষ্ট হলেও টাকা বিনিয়োগ করে কিনে ফেলুন। আবার অনেকের এই ডিভাইসগুলো থাকা স্বত্বেও আলসেমি করে কাজ শিখতে চায় না। তাঁরা একসময় কর্মজীবনে হায়-হুতাশ করে অন্যকে দোষারোপ করে থাকে।
বর্তমানে লিঙ্কডইন, বিডিজবস এ্যাকাউন্ট না থাকা মানে আপনি অন্যদের চেয়ে অনেক ধাপ পিছিয়ে আছেন। তাই যাঁদের নেই তাঁরা দ্রুত এ্যাকাউন্টগুলো ওপেন করে আপডেট করুন এবং পছন্দের চাকরি খুঁজে নিন।
সূত্র (বই):
১। ক্যারিয়ার পরিকল্পনা
২। প্রফেশনাল CV রাইটিং
৩। বিডিজবস অ্যান্ড লিঙ্কডিন আপডেটিং
লেখক- Apel Mahmud