স্যান জোসে স্যামসাংয়ের বার্ষিক ডেভেলপার সম্মেলনে নতুন এক ফোল্ডেবল ফোনের কথা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
ক্ষণিকের জন্য ক্লামশেল ডিজাইনের ফোল্ড করা অবস্থায় বেশ ছোট আকার ধারণ করে এমন একটি ফোনের শর্টভিডিও তারা প্রদর্শন করে। ফ্লিপ ফোনের মতো দেখতে ফোল্ডেবল ফোনটিকে হাতে ধরে কাজ করা বেশ সুবিধাজনক। ভিডিওটিতে ফোনটির ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানোর দৃশ্য দেখা যায়। ফলে হাতে না ধরেও ভিডিও করা যাবে খুব সহজে।
ইভেন্টে স্যামসাংয়ের ফ্রেমওয়ার্ক আরএন্ডডি গ্রুপের প্রধান হাইসুং জিওং বলেছেন, নতুন ডিজাইনের ফোল্ডেবল ফোনটি সহজেই পকেটে এঁটে যাবে। এই ফোনের জন্য গ্যালাক্সি ফোল্ডের থেকে আরো উন্নত মানের ডিসপ্লে তৈরি করা হচ্ছে।
তবে ভিডিওতে ফোনটির ডিজাইন ব্যতীত হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। এমনকি ফোনটির কি নাম হবে এবং কবে আসতে পারে এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি স্যামসাং।