চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের শুরুতে না দেখা মটোরোলা রেজার ফোল্ডেবল ফোনের দেখা মেলার কথা ছিল, কিন্তু এর আগেই বিখ্যাত টিপস্টার ইভান ব্লাস ফোনটির কয়েকটি রেন্ডার ছবি ফাঁস করেছেন।
অন্যান্য ব্র্যান্ডের ফোনের থেকে এই ফোনের ডিজাইন হবে একদম আলাদা। তবে দেখতে অনেকটাই মটোরোলার এককালের জনপ্রিয় রেজার ফ্লিপের ফোনের মতো হবে। ৮৭৬*২১৪২ পিক্সেল রেজুলেশনের ৬ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের ফোনটিতে স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং ব্যাকআপের জন্য ২৭৩০ এমএএইচ ব্যাটারি থাকছে।
ফোনটির বাহিরের দিকে একটি ডিসপ্লে থাকবে যা সেলফির ফ্রেম ঠিক করা, নোটিফিকেশন দেখানো ছাড়া বিশেষ কোনো কাজে ব্যবহার করা যাবে না। এই ডিসপ্লেটির রেজুলেশন হবে ৬০০*৮০০ পিক্সেল।
ফোনটির স্পেসিফিকেশন মিডরেঞ্জ হওয়ায় স্যামসাং ও হুয়াওয়ের ফোল্ডেবল ফোনের চেয়ে দামে কম হবে। তবে বর্তমান বাজারে প্রচলিত ফ্ল্যাগশিপ ফোনগুলোর থেকে ৫০ শতাংশ বেশি দাম হবে।