এই বছরের প্রথম দিকে চীনে স্যামসাং তাদের সর্বশেষ কারখানাটি বন্ধ করে দেয়। উৎপাদন খরচ কমাতে এই উদ্যোগ নেয় দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। নতুন খবর হলো, আবারও চীনে তৈরি হবে স্যামসাংয়ের স্মার্টফোন। তবে সেটি তৈরি করবে চীনের অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার (ওডিএম) উইংটেক।
২০২০ সালে স্যামসাং ৩০০ মিলিয়ন ডিভাইস তৈরির পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে প্রায় ৬০ লাখ ডিভাইস তৈরি করছে উইংটেক। আর এই ডিভাইসের মধ্যে বেশিরভাগ থাকবে গ্যালাক্সি এ সিরিজের ডিভাইস।
চীনের পাশাপাশি ভিয়েতনাম এবং ভারতে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলো তৈরি করা হবে।
উইংটেক মূলত হুয়াওয়ে, শাওমি এবং অপোর ফোন তৈরি করে থাকে। যদিও এর আগেও স্যামসাংয়ের ফোন তৈরি করতো প্রতিষ্ঠানটি। মূলত চীনের কন্ট্রাকটাররা কমদামে ভালোমানের ফোন এবং পার্টস তৈরি করতে পারে, তাই নিজেদের কারখানা বন্ধ করে সেই চীনেই অন্য প্রতিষ্ঠানকে দিয়ে ফোন তৈরির উদ্যোগ নিয়েছে স্যামসাং।