পাটের বহুমূখি ব্যবহার বদলে যাবে অর্থনীতি : পাট পাগল ইব্রাহিম খলিল – Jute Industry in Bangladesh
এক সময় সিংহভাগ বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস আমাদের দেশের উৎপাদিত পাট। পাট তন্তু (আশ) জাতীয় উদ্ভিদ যা বিদেশে রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করায় সোনার সাথে তুলনা দিয়ে বলা হয় আমাদের দেশের সোনালী আশ। বাংলাদেশ বিশ্বের শীর্ষ পাট উৎপাদনকারী দেশ।
https://www.facebook.com/Techzoom.TV/videos/556117248513286/
আগে পাট দিয়ে শুধু বস্তা বা এই জাতিয় পণ্য তৈরি হত। এখন পাটের বহুমূখি ব্যবহার হচ্ছে। এখন আমরা পাটের পলি ব্যাগ, জুতা, বিভিন্ন ধরণে খেলনাও তৈরি হচ্ছে। খাদ্য পণ্য হিসেবেও ব্যবহার হচ্ছে। পাট পণ্যের বহুমুখি ব্যবহার এবং প্রচার নিয়ে কথা বলেছেন বহুল আলোচিত ব্যক্তিত্ব পাট পাগল ইব্রাহিম খলিল। তিনি কথা বলেছেন টেকজুম আড্ডায়।
#TechzoomAdda #TechzoomProjukteAdda #LoveForJute