গত নভেম্বরে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের ২৯ হাজার কর্মীর ব্যক্তিগত তথ্য বেহাত হয়েছে। বেহাত হওয়া এসব তথ্যের মধ্যে ফেসবুক কর্মীদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, সামাজিক নিরাপত্তা নম্বরের শেষ চার অক্ষর, বেতন, বোনাস ও সম্পদ সম্পর্কিত তথ্য রয়েছে। খবর ব্লুমবার্গ।
প্রতিবেদন অনুযায়ী, গত মাসে এক ফেসবুক কর্মীর গাড়ি থেকে কয়েকটি হার্ডড্রাইভ চুরি যাওয়ার মাধ্যমে ফেসবুক কর্মীদের তথ্য বেহাত হয়েছে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে জানায়নি ফেসবুক।
বেহাত হওয়া হার্ডড্রাইভগুলোতে থাকা ফেসবুক কর্মীদের তথ্য এনক্রিপ্টেড অবস্থায় ছিল না। গুরুত্বপূর্ণ হার্ডড্রাইভগুলো গত ১৭ নভেম্বর বেহাত হলেও ফেসবুক এ বিষয়ে জেনেছে তিনদিন পর ২০ নভেম্বর। এরপর গত শুক্রবার এ বিষয়ে কর্মীদের সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
ই-মেইল বার্তায় ফেসবুকের এক মুখপাত্র বলেন, বিপুলসংখ্যক কর্মীর ব্যাংকিং তথ্য বেহাতের বিষয়টি আমরা জেনেছি। আমরা আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছি। আমাদেরই এক কর্মীর গাড়ি থেকে অফিশিয়াল সরঞ্জাম চুরির ঘটনা নিয়ে তদন্ত করছেন তারা। আশা করছি, এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো সম্ভব হবে।
তিনি বলেন, বেহাত হওয়া তথ্য এখনো অপব্যবহার সম্পর্কিত কোনো প্রমাণ পাইনি। যে কারণে আমরা ধারণা করছি, সুনির্দিষ্টভাবে আমাদের কর্মীদের তথ্য চুরির জন্য কাজটি করা হয়েছে। ভুক্তভোগী কর্মীদের পরিচয় প্রতারণা ও ক্রেডিট পর্যবেক্ষণ সেবা দেয়া হচ্ছে। এ ঘটনায় কোনো ফেসবুক ব্যবহারকারীর তথ্য বেহাত হয়নি বলে আশ্বস্ত করেছেন তিনি।