টুইটার ব্যবহারকারীরা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছেন। খোদ টুইটারের পক্ষ থেকে ই-মেইল পাঠিয়ে এমন সতর্কতা দেয়ার পাশাপাশি টুইটারের অ্যান্ড্রয়েড অ্যাপটি হালনাগাদ করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। খবর ইন্ডিয়া টুডে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম টুইটার। ভারতেও এ মাইক্রো ব্লগিং সাইটের বিপুল সংখ্যক ব্যবহারকারী রয়েছে। এ প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা শুধু তাদের দৈনন্দিন নানা কার্যক্রমই নয়, ব্যক্তিগত অনেক গুরুত্বপূর্ণ তথ্যও শেয়ার করেন।
ফলে টুইটারের পক্ষ থেকে সতর্কতা মেইল পাওয়ার পর ব্যবহারকারীরা বেশ উদ্বেগের মধ্যে রয়েছেন। টুইটারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির কথা বলা হলেও ব্যবহারকারীর তথ্য চুরি গেছে কিনা সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা হয়নি। যদিও গত সপ্তাহের শুরুতে এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, খুব সম্ভবত টুইটারের অ্যাপে হ্যাকাররা ক্ষতিকর কোড প্রবেশ করিয়েছে। ফলে বিশ্বব্যাপী কিছু ব্যবহারকারীর তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এটি শনাক্ত করার পর পরই ত্রুটি সারানো হয়েছে।
সম্ভাব্য তথ্য চুরির বিষয়ে সম্প্রতি ই-মেইল করে ব্যবহারকারীদের জানানো হয়েছে। ই-মেইলে টুইটার অ্যান্ড্রয়েড অ্যাপটি হালনাগাদ করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, টুইটার অ্যাপের রেস্ট্রিক্টেড স্টোরেজ এরিয়ায় হ্যাকাররা ক্ষতিকর কোড প্রবেশ করিয়ে থাকতে পারে। এতে ব্যবহারকারীর ডিরেক্ট মেসেজ, প্রোটেক্টেড টুইট ও অবস্থানবিষয়ক তথ্যে প্রবেশের অনুমতি পেতে পারে হ্যাকার। তবে এ ঝুঁকি শুধু অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীদের রয়েছে।
এদিকে টুইটারের পক্ষ থেকে শুধু বিদ্যমান সমস্যা ও এর ফলে সম্ভাব্য ঝুঁকির কথা বলা হয়েছে। তবে এ নিরাপত্তা ত্রুটির কারণে এরই মধ্যে কোনো ব্যবহারকারীর তথ্য চুরি গেছে কিনা সে ব্যাপারে খোলাসা করে কিছু বলেনি। যদিও সমস্যাটির ব্যাখ্যায় বলা হয়েছে, এ ত্রুটির সুযোগে ব্যবহারকারীর তথ্যে প্রবেশ ও চুরি করা সম্ভব।