গত ৭-১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের সব থেকে বড় প্রযুক্তি আসর কনজ্যুমার ইলেক্ট্রনিকস শো (সিইএস)– ২০২০। বিশ্বের বড় বড় বা জায়ান্ট প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো চোখ ধাঁধানো সব প্রযুক্তি পণ্য নিয়ে হাজির হয় এই আয়োজনে।
এ মেলায় স্যামসাংয়ের প্রধান নির্বাহী জানিয়েছেন, ২০১৯ সালে কোম্পানিটি ফোল্ডেবল স্মার্টফোন ‘গ্যালাক্সি ফোল্ড’ বিক্রয় করেছে ৪ লাখ ইউনিট। ফোল্ডেবল স্মার্টফোনের যুগে সবেমাত্র প্রবেশ করেছে বিশ্ব, আর এই ফোনের দাম আকাশ ছোঁয়া হওয়া সত্ত্বেও স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করেন তিনি।
আর তার পরপরই হুয়াওয়ে জানিয়েছে যে, তাদের ফোল্ডেবল স্মার্টফোন ‘মেট এক্স’ কেমন চলছে। ২০১৯ সালে হুয়াওয়ে প্রতি মাসে ১ লাখ ইউনিট ‘মেট এক্স’ বিক্রয় করেছে বলে জানিয়েছে।
স্যামসাং ফোল্ডেবল ফোন লঞ্চ করে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। আর হুয়াওয়ে লঞ্চ করে একই বছরের নভেম্বরে। ‘গ্যালাক্সি ফোল্ড’ দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিঙ্গাপুর সহ বিভিন্ন আরো বেশ কিছু দেশের বাজারে উন্মোচন করা হয়। অন্যদিকে ‘মেট এক্স’ উন্মোচন করা হয় কেবল চীনের বাজারে।
মার্কিন যুক্তরাষ্ট্র ‘কালো তালিকাভুক্ত’ করায় ‘মেট এক্স’ ফোনে গুগলের অ্যাপস ব্যবহার করতে পারেনি হুয়াওয়ে। ফলে চীনের বাইরে অন্য কোনো দেশে মেট এক্স উন্মোচন করেনি কোম্পানি। তবে চীনের বাজারেই প্রতি মাসে ১ লাখ ইউনিট বিক্রি হচ্ছে বলে জানিয়েছে। নভেম্বর এবং ডিসেম্বরে মিলিয়ে প্রায় ২ লাখ ইউনিট ‘মেট এক্স’ বিক্রয় করেছে হুয়াওয়ে।
চীনের বাইরে ‘মেট এক্স’ কবে আসবে, তার আনুষ্ঠানিক কোনো তারিখ সিইএস মেলায় ঘোষণা করেনি হুয়াওয়ে। তবে এর আগে জানিয়েছিল যে, এ বছরের প্রথম প্রান্তিকে ইউরোপের বাজারে ফোনটি উন্মোচন করবে।
এবারের সিইএস ২০২০ মেলায় ফোল্ডেবল স্মার্টফোনের ট্রেন্ড ল্যাপটপের দিকে অগ্রসর হতে দেখা গেছে। লেনোভো প্রথমবারের মতো মেলায় প্রদর্শন করে ফোল্ডেবল ল্যাপটপ, যার মডেল ‘থিংকপ্যাড এক্স১ ফোল্ড’।