করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় চীনের মূল ভূখণ্ডে থাকা সব বিক্রয়কেন্দ্র ও করপোরেট অফিস বন্ধ করেছে অ্যাপল। প্রাথমিকভাবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে সব ধরনের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট। গত সপ্তাহে তিনটি খুচরা বিক্রয়কেন্দ্র বন্ধ করেছিল অ্যাপল। তবে চলতি সপ্তাহে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলায় এমন সিন্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, চিকিৎসা বিশেষজ্ঞদের দেয়া সর্বশেষ সতর্কতা এবং পরামর্শ মতে, কর্মীদের সুরক্ষার কথা ভেবে চীনে সব স্টোর ও কার্যক্রম বন্ধের সিন্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া প্রাথমিক পদক্ষেপ হিসেবে অ্যাপল চীনে সব করপোরেট অফিস, কল সেন্টারও বন্ধের উদ্যোগ নিয়েছে। তবে খুচরা বিক্রয়কেন্দ্রগুলো পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
চীনে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছে। এছাড়া অ্যাপলের মতো বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কর্মীদের চীন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে।
আইফোন উৎপাদনে এখনো চীনের ওপর নির্ভরশীল অ্যাপল। চুক্তিভিত্তিক অ্যাপল পণ্য সরবরাহকারীদের অনেক উৎপাদন কারখানা দেশটির হুবেই প্রদেশে অবস্থিত।
এ বিষয়ে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেন, উহানে উৎপাদন ব্যাহত হওয়ার ক্ষতি মোকাবেলায় তারা বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সূচনা চীনের উহান শহরে হয়েছিল এবং এ শহরে অ্যাপলের কয়েকটি উৎপাদন কারখানা রয়েছে। যে কারণে উৎপাদন ব্যাহত হলেও যেন ক্ষতির মুখে পড়তে না হয়, সে লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।