আপনি কী নতুন ফোন কেনার কথা ভাবছেন ? তাহলে এই মুহূর্তে এর চেয়ে বড় অফার হয়তো আর কিছুই হতে পারে না। মাত্র ৯ টাকায় স্মার্টফোন পেয়ে যাচ্ছেন আপনি।
৬ই ফেব্রুয়ারী থেকে ৯ই ফেব্রুয়ারী ২০২০ জন্য চলবে এই ডিল। এই সময়েই ভিভো ওয়াই৯১সি ২০২০ স্মার্টফোন কিনে মাত্র ৯ টাকায় লটারির মাধ্যমে আরেকটি ভিভো ওয়াই৯১সি ২০২০ জিতে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা।
ভিভো ওয়াই৯১সি ২০২০ ফোনে রয়েছে ৬.২২ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে মিডিয়াটেক হেলিও পি ২২চিপসেট, ২ জিবি র্যাম আর ৩২জিবি স্টোরেজ।
ছবি তোলার জন্য ভিভো ওয়াই৯১সি ২০২০ ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ফোনের প্রাইমারি ক্যামেরা ১৩ এমপি। সাথে থাকছে ২এমপি ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকছে একটি ৮এমপি সেলফি ক্যামেরা।