নিজেদের সুইচ কনসোলের উৎপাদন ও রপ্তানি বৃহস্পতিবার পিছিয়ে দিয়েছে জাপানের নিনটেনডো কম্পানি লিমিটেড। বিষয়টি প্রভাব ফেলবে নিনটেনডোর জাপান বাজারে।
রয়টার্সের প্রতিবেদন বলছে, করোনাভাইরাসের কারণেই কাজটি করতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।
নিনটেনডো প্রধান নির্বাহী মুনতারো ফুরুকাওয়া গত সপ্তাহে জানিয়েছিলেন, চীনে উৎপাদিত জনপ্রিয় পণ্যগুলোতে প্রভাব ফেলছে ভাইরাস। গত বছর থেকেই অবশ্য নিজেদের উৎপাদন চীন থেকে ভিয়েতনামে সরানো শুরু করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু সে কাজটি এখনও পুরোপুরি করে উঠতে পারেনি নিনটেনডো।
ফলে শুধু দক্ষিণপূর্ব এশিয়ার উৎপাদন ক্ষমতার উপর নির্ভর করে বর্তমান ঘাটতি সামাল দিতে পারছে না প্রতিষ্ঠানটি। ভাইরাসের কারণে উৎপাদনই নয়, নিনটেনডোর সরবরাহ চেইনও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে এখন ৫৬৩’তে। সবমিলিয়ে আক্রান্ত হয়েছেন ২৮ হাজারেরও বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী এই ভাইরাসের প্রতিষেধক খুঁজতে কাজ করছেন।