ফেসবুকিং করতে গিয়ে কম-বেশি সবাইকে মা-বাবার বকুনি শুনতে হয়। কারণ সবাই মনে করেন, ফেসবুক ব্যবহার করা মানেই সময় অপচয়। তথ্যপ্রযুক্তির এ যুগে সোশ্যাল মিডিয়াকে আপনি যেভাবে ব্যবহার করবেন সুফলও তেমন পাবেন। এমনকি আপনার ফেসবুক প্রোফাইল হতে পারে চাকরির বায়োডেটা।
চাকরি খোঁজার সময় প্রথমেই যে কাজটি করতে হয় তা হলো- ভালো সিভি তৈরি করা। এটি আপনাকে চাকরিদাতার কাছে আকৃষ্ট ও উৎসাহিত করে। ঠিক তেমনই সোশ্যাল মিডিয়ায়ও আমরা নিজের প্রোফাইলটি যত্ন করে সাজিয়ে রাখতে পারেন। বর্তমানে অনেক কর্পোরেট প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজে চাকরির ফলোআপ দিয়ে থাকে। সেক্ষেত্রে তারা ফেসবুকেই প্রাথমিক যাচাই-বাছাই করে। তার জন্য সর্বপ্রথম আপনার প্রোফাইলটিকে হতে হবে গোছানো।
ফেসবুক প্রোফাইল গুছিয়ে নিতে কয়েকটি বিষয় মেনে চললেই হবে-
* ফেসবুক প্রোফাইলে নিজের আসল নাম ব্যবহার করুন।
* চাকরির আবেদনের ক্ষেত্রে বায়োডাটা যেমন গুরুত্বপূর্ণ, ফেসবুকের মাধ্যমে চাকরি আবেদনের ক্ষেত্রে প্রোফাইলও ঠিক ততটাই। কোনো ধরনের ‘হাস্যকর বা উগ্র’ ছবি প্রোফাইলে রাখবেন না।
* শিক্ষাগত যোগ্যতার তথ্য যতটুকু রাখার দরকার, ব্যবহার করুন। কর্মক্ষেত্রে কোনো অভিজ্ঞতা থাকলে যুক্ত করুন ‘বায়ো’ বা ‘অ্যাবাউট’-এ।
* বিশেষ কোনো গুণ থাকলে সেটাও উল্লেখ করুন বায়ো-তে। যেমন- লেখালেখি, গান, নাচ ইত্যাদি।
* ধর্মীয় উগ্রতা প্রচার, রাজনৈতিক সহিংসতা ছড়ানো, সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো ইত্যাদি থেকে নিজের প্রোফাইলকে বিরত রাখুন। এছাড়া অনর্থক আত্মপ্রচার না করাই ভালো।
* ফেসবুকের মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি করুন। ভবিষ্যতে যেদিকে এগোতে চান অথবা যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে চান তার সঙ্গে যুক্ত ব্যক্তির ফেসবুকে যোগাযোগ গড়ে তুলুন।