পৃথিবীতে মারাত্মক একটি ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে হবে এমন গল্পের ভিত্তিতে নির্মিত একটি জনপ্রিয় গেম নিষিদ্ধ করেছে চীনা কর্তৃপক্ষ। প্লেগ ইনকরপোরেশন নামে ওই গেমটি চীনা অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে নিশ্চিত করেছে এ গেমের নির্মাতা প্রতিষ্ঠান এনডেমিক ক্রিয়েশনস। ব্রিটেনভিত্তিক এ ডেভেলপার কোম্পানি জানিয়েছে, অবৈধ কনটেন্ট থাকার দায়ে তাদের গেমটি অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব সামলাতে যখন সারা বিশ্ব হিমশিম সেই পরিস্থিতিতে প্লেগ ইনকরোপেশন গেমটি নিষিদ্ধ করলো চীন। তবে নিষিদ্ধ করার সঙ্গে করোনা প্রাদুর্ভাবের কোনো সম্পর্ক আছে কিনা তা নিশ্চিত করা হয়নি। নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে সব ধরনের চেষ্টা করে যাচ্ছে।
এনডেমিক ক্রিয়েশনসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা চীনভিত্তিক খেলোয়াড়দের জন্য খুবই দুঃখিত। আমরা এটুকু জেনেছি যে, অবৈধ কনটেন্ট থাকার দায়ে চীনের সাইবার নিরাপত্তা প্রশাসন প্লেগ ইনকরপোরেশন চীনা অ্যাপ স্টোর থেকে মুছে ফেলেছে। বিষয়টি আমাদের আয়ত্তের বাইরে।
চীনের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সঙ্গে এর যোগ আছে কিনা সেটি নিশ্চিত নয় এনডেমিক ক্রিয়েশনস। তবে তারা দাবি করছে, প্লেগ ইনকরপোরেশনে যে শিক্ষাণীয় বিষয় রয়েছে তা যুক্তরাজ্যের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বারবার স্বীকার করেছে। বর্তমানে আমরা কভিড-১৯ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক স্বাস্থ্য সংগঠনগুলোর সঙ্গে কাজ করছি।
প্লেগ ইনকরপোরেশন গেমটি উন্মোচন করা হয় আট বছর আগে। এটি দ্রুতই ব্যাপক জনপ্রিয়তা পায়। বর্তমানে বিশ্বব্যাপী ১৩ কোটি মানুষ এটি খেলে। আর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর চীনে হঠাৎ করে এ গেম খেলার প্রবণতা বেড়েছে। এমনকি জানুয়ারিতে এটি সর্বাধিক বিক্রিত অ্যাপে পরিণত হয়। চীনের একাধিক গেমার বলেছেন, করোনাভাইরাস নিয়ে চারপাশে যেভাবে ভীতি ছড়িয়ে পড়ছে তা থেকে মুক্তি পেতেই তারা গেমটি ডাউনলোড করছেন।
সূত্র: বিবিসি