চীনের অন্যতম স্মার্টফোন নির্মানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে নোভা সিরিজের নতুন ফোন বাজারে আনতে যাচ্ছে । ফোনটির মডেল হবে নোভা ৭ এসই।
হুয়াওয়ে নোভা ৭ স্মার্টফোনের তথ্য ফাঁস হয়েছে বিভিন্ন অনলাইন মিডিয়ায় । হুয়াওয়ে নোভা ৭ এসই ৬.৫২ ইঞ্চির হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে বলে জানিয়েছে চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো ।
হুয়াওয়ে নোভা ৭ এসই ফোনে ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও একটি মিড-রেঞ্জ কিরিন ৫ জি চিপ এবং ২২.৫ ওয়াট এর দ্রুত চার্জিং প্রযুক্তি থাকতে পারে বলে পোস্টটিতে বলা হয়েছে । ফোনে একটি সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকতে পারে।
এক টুইটে থেকে জানা গেছে হুয়াওয়ে নোভা ৭ ফোনে কিরিন ৮২০ চিপসেট ব্যবহার করা হয়েছে যাতে ৫জি মডেম বিল্ট-ইন রয়েছে।