শ্বিক স্মার্টফোন বাজারে প্রতিনিয়ত নতুন ফোন আসছে। এসব ডিভাইসের সবটা ব্যাপক সাড়া ফেলে তেমন নয়। গত বছর সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় আইফোনের দুটি সংস্করণ জায়গা করে নিয়েছে। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৫ স্মার্টফোনের একটি তালিকা প্রকাশ করেছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়া।
১. আইফোন এক্সআর
২০১৮ সালের সেপ্টেম্বরে আইফোনের সাশ্রয়ী সংস্করণ হিসেবে এক্সআর উন্মোচন করেছিল অ্যাপল। আইফোন বিক্রি বাড়াতে আনা এ ফোন শুরুতে খুব বেশি সাড়া ফেলতে পারেনি। অবশ্য পরে একধাপ দাম কমানো হলে দ্রুত ফোনটির বিক্রি বেড়ে যায়। টানা চার প্রান্তিকের মতো গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকেও অ্যাপলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের তালিকায় এক্সআর জায়গা করে নিয়েছে।
২. আইফোন ১১
ওমডিয়ার গত বছর সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোন তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে আইফোনেরই আরেকটি সংস্করণ আইফোন ১১। গত বছর সেপ্টেম্বরে বাজারে আসা ডিভাইসটির সরবরাহ ৩ কোটি ৭৩ লাখ ইউনিট ছাড়িয়েছে। আইফোনের দশকপূর্তি সংস্করণ আইফোন টেন ও আইফোন ১১-এর মধ্যে খুব বেশি পার্থক্য না থাকলেও দামে সস্তা হওয়ায় আইফোন ১১ ভালো সাড়া পায়।
৩. গ্যালাক্সি এ১০
দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাংয়ের এন্ট্রি-লেভেলের স্মার্টফোন গ্যালাক্সি এ১০। ডিভাইসটি গত বছরের ফেব্রুয়ারিতে বাজারে ছাড়া হয়। ওমডিয়ার সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোন তালিকায় তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে স্যামসাংয়ের এ ডিভাইস। গত বছরই ডিভাইসটির বিক্রি তিন কোটি ইউনিট ছাড়ায়।
৪. গ্যালাক্সি এ৫০
বিশ্বজুড়ে সর্বাধিক বিক্রি হওয়া ১০ স্মার্টফোন তালিকায় স্যামসাং ব্র্যান্ডের দ্বিতীয় ফোন গ্যালাক্সি এ৫০। গত বছর বাজেট সাশ্রয়ী এ ডিভাইসের বিক্রি ২ কোটি ৪২ লাখ ইউনিট ছাড়িয়ে যায়। ডিভাইসটির ট্রিপল রিয়ার ক্যামেরা বিশ্বজুড়ে তরুণ গ্রাহকদের নজর কাড়ে।
৫. গ্যালাক্সি এ২০
স্যামসাংয়ের এ সিরিজের সব ডিভাইস গত বছর ভালো সাড়া ফেলেছিল। গ্যালাক্সি এ২০ ডিভাইসটিও গত বছর সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন তালিকায় পঞ্চম অবস্থানে জায়গা করে নিয়েছে। ডিভাইসটি গত বছর বিশ্বব্যাপী ১ কোটি ৯২ লাখ ইউনিট বিক্রি হয়েছে।