ইজেনারেশনের পরিচালন ও বিক্রয় বিভাগের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এমরান আবদুল্লাহ। তিনি এর আগে ইজেনারেশনের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
প্রায় ১৫ বছরের অভিজ্ঞতায় এমরান নিজেকে একজন সফল নির্বাহী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। বৃহৎ প্রকল্প পরিচালনা এবং নেতৃত্বদান, পরিচালন অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা এবং গ্রাহকদের সহায়তার ক্ষেত্রে একাগ্রতার পরিচয় দিয়েছেন তিনি।
এমরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় অনুষদ বিভাগ থেকে ফিন্যান্স ও ব্যাংকিংয়ে স্নাতক, একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান থেকে ই-বিজনেস ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
ইজেনারেশনে যোগদানের আগে এমরান আব্দুল্লাহ ঢাকা ব্যাংক লিমিটেড এবং গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের মতো বৃহৎ কোম্পানিতে ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব পালন করেছেন। এসব প্রতিষ্ঠানের বার্ষিক আয় বৃদ্ধি এবং সামগ্রিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখেন তিনি।