ভয়াবহ করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ইসরায়েল ও তাদের অধিকৃত ফিলিস্তিনি এলাকাগুলোতেও। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৪৩৩ জন।
ইসরায়েলি প্রভাবশালী দৈনিক হার্টেৎজ জানায়, করোনা ঠেকাতে ইতোমধ্যে মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। উপসর্গ নিয়ে হাজার হাজার ইসরায়েলি কোয়ারেন্টাইনে আছে।
স্কুল-বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সব ধরনের শিক্ষা-সাংস্কৃতিক কর্মকাণ্ড ও প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ১০ জনের অধিক জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। বেসরকারি খাতের ৭০ শতাংশ কর্মী ঘরে বসে অফিস করছেন বলে জানা গেছে।
এদিকে যারা করোনা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন তাদের শনাক্ত করতে ফোন ট্র্যাক করছে ইসরায়েল। এর জন্য পার্লামেন্ট নেসেট থেকে একটি অনুমোদন পেয়েছে সরকার। জরুরি প্রয়োজনে মানুষের ফোনে আঁড়িপাতার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এখন পর্যন্ত কোনো রোগী মারা না গেলেও ছয় ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। অধিকৃত পশ্চিম তীরে ৪৪ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া ৩ হাজার ৯০০ ফিলিস্তিনিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।