হুয়াওয়ের অনলাইন ব্র্যান্ড অনর তাদের ৩০ সিরিজে নতুন তিনটি ফোন এনেছে। এগুলো হলো অনর ৩০, অনর ৩০ প্রো এবং অনর ৩০ প্রো প্লাস। শুরুতে চীনের বাজারে ফোন তিনটি বিক্রি শুরু হয়েছে।
অনর ৩০ প্রো এবং অনর ৩০ প্রো প্লাসে মডেলে রয়েছে ডুয়েল সেলফি ক্যামেরা। অন্যদিকে অনর ৩০ মডেলে আছে সিঙ্গেল সেলফি ক্যামেরা।
চীনের বাজারে অনর ৩০ এর দাম ২৯৯৯ ইয়েন। অনর ৩০ প্রোর দাম ৩৯৯৯ ইয়েন। অনর ৩০ প্রো প্লাসের দাম ৪৯৯৯ ইয়েন।
অনর ৩০ মডেলের ফোনে আছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভেতরে রয়েছে কিরিন ৯৮৫ চিপসেট, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।
এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪০ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিায়ারের ব্যাটারি ও ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি দেয়া হয়েছে।