বাতাসে বিদ্যমান নভেল করোনাভাইরাস ‘দেখতে’ ও ‘অনুভব’ করতে সক্ষম একটি যন্ত্র আবিষ্কার হয়েছে; যা এই ভাইরাসের বিস্তার রোধ করতে পারে বলে দাবি করা হচ্ছে।
করোনাভাইরাসের সংস্পর্শে গেলে সতর্কবার্তা দেওয়া ‘বায়োসেন্স’ আবিষ্কার করা সুইজারল্যান্ডের এই গবেষকরা সম্প্রতি এ দাবি করেছেন বলে সুইসইনফোর প্রতিবেদনে বলা হয়েছে।
প্রত্যেক ভাইরাসের আরএনএ নির্ণয়ের মাধ্যমে পৃথক করে করোনা ধরতে পারে এই যন্ত্র। এক ভাইরাসের সঙ্গে অন্যটির পার্থক্যও ধরতে পারে এটি।
সুইস ফেডারেল ল্যাবরেটরি ফর ম্যাটেরিয়ালস সায়েন্সে অ্যান্ড টেকনোলজি ও জুরিখ ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজির যৌথ গবেষক দল এই যন্ত্রের উন্নয়ন ঘটিয়েছে। এই যন্ত্রের মাধ্যমে নির্ভুলতার সঙ্গে যে করোনা শনাক্ত সম্ভব তাও তারা দেখিয়েছে।
হাসপাতাল কিংবা ট্রেন স্টেশনের মতো জনবহুল এলাকায় এই ‘বায়োসেন্স’ ব্যবহার করা যাবে। এর ফলে সহজেই ওই এলাকার বাতাসে করোনার উপস্থিতি আছে কিনা তা নির্ণয় করা সম্ভব হবে। তবে এই মুহূর্তে য্ন্ত্রটি ব্যাপকহারে ব্যবহারের উপযোগী অবস্থায় পৌঁছায়নি।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোপুরি ব্যবহারের জন্য এই যন্ত্রের আরও উন্নয়না ঘটানো প্রয়োজন। তারপরই তা ব্যবহারের উপযোগী হবে।