আপনি যদি অ্যাপলের আইফোন, অ্যাপল ওয়াচ, আইপ্যাড কিংবা ম্যাক কম্পিউটার ব্যবহারকারী হোন তবে আপনার জন্য সতর্কবার্তা। একটি টেক্সট বোমায় আপনার এসব ডিভাইস ক্র্যাশ হতে পারে। এই টেক্সটে রয়েছে ইতালির ফ্লাগ ইমোজি এবং সিন্ধি ক্যারেক্টারস।
নাইন টু ফাইভ ম্যাকের প্রতিবেদন বলছে, গ্রাহকরা অভিযোগ করেছেন তারা তাদের অ্যাপল ভিডিও একটি টেক্সট নোটিফিকেশন পাচ্ছেন। মেসেজটিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আইফোন হ্যাং করছে, কাজ করছে না টাচ। অ্যাপলের অন্যান্য ভিভাইসও আক্রান্ত করছে এই বাগটি।
অ্যাপল এই বাগটি দূর করার জন্য একটি সিকিউরিটি প্যাচ উন্মুক্ত করেছে। যেটা আ আইওএস ১৩.৪.৫ এর জন্য। এর প্যাচ আপডেট করে নিলেই অ্যাপলে ডিভাইস সুরক্ষিত থাকবে।
যদিও এখনো জানা যায়নি ওই মেসেজ কোথা থেকে জেনারেট হয়েছে। টেক্সট মেসেজে একটি লিংক দেখাচ্ছে। ওখানে ক্লিক করলে অন্য ডিভাইসে ছড়িয়ে পড়ছে। এই এসএমএসকেই বলা হচ্ছে ‘টেক্সট বোম্ব’। আইফোনে পৌঁছার পর ওই লিংকটিতে ক্লিক করলেই বিপদ।