সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢুঁ মারলেই কিছু ক্যারিকেচার টাইপ ছবি চোখে পড়ছে। বিভিন্ন রঙে বা ক্যারিকেচার করে ছবিকে রাঙাচ্ছেন অনেকেই। এটাই সাম্প্রতিক সময়ের ট্রেন্ড।
এটি মূলত ‘ফটোল্যাব’ একটি অ্যাপের কারসাজি। খুব সহজেই এটি করতে পারবেন যে কেউ। এজন্য প্রয়োজন হবে স্মার্ট ডিভাইস অথবা কম্পিউটার। প্রয়োজন হবে ইন্টারনেট সংযোগ।
স্মার্টফোনে এমন ছবি পেতে প্রথমেই প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন এই ঠিকানা (bit.ly/3d6zNcA) থেকে। এছাড়াও আইফোন আ আইওএস ব্যবহারকারীরা অ্যাপটি এই ঠিকানা (apple.co/2BfkBMY) থেকে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন। এরপরই অ্যাপের নির্দেশনা মেনে ছবি এডিট করুন।
কম্পিউটারে কেউ এটি ব্যবহার করতে চাইলে তাকে যেতে হবে ফটোল্যাব ডটমি (photolab.me) ঠিকানায়। সেখানে গেলে বেশ কিছু ফ্রেম পাবেন, তা থেকে পছন্দমতো ছবি রাঙাতে পারবেন। সব মিলিয়ে দুই থেকে চার মিনিট সময়েই এটি করতে পারবেন।
এরপর সেটি সরাসরি ফেসবুকে শেয়ার করা যাবে। চাইলে লিঙ্ক কপি করেও শেয়ার করা যাবে। আবার ডাউনলোড দিয়েও নেয়া যাবে।