এইচএমডি গ্লোবাল মার্কেটে নকিয়া ব্র্যান্ডের নতুন ফিচার ফোন লঞ্চ করলো। এই ফোনের নাম নকিয়া ১২৫। বিশ্বে স্মার্টফোনের চাহিদা বাড়লেও ফিচার ফোন ব্যবহার যে মানুষ করে না এমন নয়, এই কারণেই কোম্পানি এবছরে আরও কয়েকটি ফিচার ফোনকে বাজারে এনেছে। এই ফোনে পাবেন ১,০২০ এমএএইচ ব্যাটারি, যা ১৯ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে । যদিও কোম্পানির তরফে ফোন দুটিকে কবে দেশের লঞ্চ করা হবে তা জানানো হয়নি।
আকর্ষণীয় ডিজাইনের বাজেট সাশ্রয়ী নকিয়া ১২৫ ডিভাইসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন —
কাঠামো : প্লাস্টিকের কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৩২×৫০.৫×১৫এমএম
নেটওয়ার্ক সমর্থন : জিএসএম
সিম : ডুয়াল ন্যানো
ডিসপ্লে : ২দশমিক ৪ ইঞ্চি
ডিসপ্লে রেজল্যুশন :২৪০×৩২০ পিক্সেল
মেমোরি কার্ড : মাইক্রোএসডি
রিয়ার ক্যামেরা : ভিজিএ
অভ্যন্তরীণ স্টোরেজ : ৪এমবি
কানেক্টিভিটি : ব্লুটুথ, এনএফসি, রেডিও, ইউএসবি
ব্যাটারি : অপসারণযোগ্য লি-অয়ন ১০২০ এমএএইচ ব্যাটারি