দেশের বাজারে আসছে বিশ্বখ্যাত যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তিবিষয় বহুজাতিক প্রতিষ্ঠান ‘ইনটেল’ এর দশম জেনারেশন প্রসেসর। আগামী সপ্তাহেই প্রযুক্তি পণ্যটি পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
গত ৩০ এপ্রিল ইনটেল ডেক্সটপে সিপিইউ (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) এর জন্য তাদের দশম জেনারেশনের এ প্রসেসর উন্মুক্ত করে।
বাংলাদেশে ইনটেলের প্লাটিনাম অংশীদার ‘বাইনারি লজিক’ এর প্রধান নির্বাহী মনসুর আহমদ চৌধুরী সময় নিউজকে জানিয়েছেন, ইনটেলের প্রসেসরটি আগামী সপ্তাহেই বাংলাদেশের বাজারে আনবেন তারা।
জানা গেছে, বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাস মহামারীর মধ্যে ইন্টেল যে প্রসেসরটি বাজারে এনেছে এটি যুক্তরাষ্ট্রের অপর তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান এএমডি (অ্যাডভান্স মাইক্রো ডেভাইস) এর তৃতীয় প্রজন্মের রাইজেন জায়ান্টের চেয়ে ক্ষমতাসম্পন্ন। ফলে এটি প্রযুক্তি প্রেমিদের মাঝে ব্যাপক হইচই ফেলেছে।
বাংলাদেশের বাজারে ইনটেলের দশম জেনারেশনের প্রসেসরগুলোর মধ্যে কোরআই-৩ এর ১০১০০ মডেলের প্রসেসরটি পাওয়া যাবে ১২৫০০ টাকায় । কোরআই-৫ এর ১০৪০০ মডেলের প্রসেসরটি পাওয়া যাবে ১৯ হাজার টাকায়। কোরআই-৭ এর ১০৭০০কে মডেলটি ৩৮ হাজার টাকায় পাওয়া যাবে। আর কোরআই-৯ এর ১০৯০০কে মডেলের প্রসেসরটি বিক্রি হবে ৪৯ হাজার টাকায়।