অ্যাপ স্টোর থেকে প্রায় সাড়ে চার হাজার চীনা গেম সরিয়েছে অ্যাপল। এখন পর্যন্ত অ্যাপ স্টোর থেকে সরানো এটিই সর্বোচ্চ সংখ্যক অ্যাপ।
মূলত চীন সরকারের করা নতুন ইন্টারনেট নীতিমালার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। ওই নীতিমালায় বলেছে, অ্যাপ আপলোডের আগে চীনা নীতিনির্ধারকদের অনুমোদন নিতে হবে ডেভেলপারদেরকে। ১ জুলাই থেকে অ্যাপল নতুন নীতিমালা প্রয়োগের পর প্রতিদিনই চীনা অ্যাপ স্টোর থেকে অনেক গেমই সরানো হচ্ছে।
এটিকে দুঃখজনক হিসেবে ব্যাখ্যা দিয়ে অ্যাপইনচায়নার বিপণন ব্যবস্থাপক টড কুনস বলেন, চলতি বছর মাত্র দেড় হাজার গেমের লাইসেন্স দিয়েছে চীন এবং এই প্রক্রিয়াতেই ছয় থেকে ১২ মাস সময় লাগে। বেশিরভাগ অ্যাপই অ্যাপ স্টোরে ফেরত আসার আগে অনেকটা সময় অপেক্ষায় থাকবে।
জুলাই মাসের প্রথম তিন দিনে যথাক্রমে ১৫৭১, ১৮০৫ এবং ১২৭৬টি অ্যাপ সরিয়েছে অ্যাপল। চীনা নতুন নীতিমালায় আক্রান্ত হতে পারে ২০ হাজারের বেশি অ্যাপ। এতে বড় ক্ষতির মুখে পড়বে দেশটির প্রযুক্তি খাত।