বিগত কয়েক বছরের মতো ২০২০ সালেও একের পর এক নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান। বিভিন্ন মডেলের ফোনকে পাশাপাশি রেখে চলেছে এর ক্যামেরা, ব্যাটারি ও পারফর্মেন্সের চুলচেরা বিশ্লেষণ।
চলুন দেখে নেয়া যাক আনটুটু বেঞ্চমার্কিংয়ে এর রিভিউ অনুযায়ী ২০২০ সালে জুন মাস পয়ন্ত বাজারে আসা সেরা স্মার্টফোনগুলো:
১. অপো ফাইন্ড এক্স ২ প্রো
২. ওয়ানপ্লাস ৮ প্রো
৩. রেডমি কে ৩০ প্রো
৪. এসআই ১০প্রো
৫. আইকিউওও ৩
৬. ওয়ানপ্লাস ৮
৭. পোকো এফ ২প্রো
৮. এমআই ১০
৯. গ্যালাক্সি এস ২০ আল্ট্রা
১০. গ্যালাক্সি এস ২০ প্লাস