সাধারণ এলসিডি বা এলইডি টিভিবে স্মার্ট টিভিতে রূপান্তর করা এখন আরো সহজ। কেননা, নকিয়া সম্প্রতি একটি মিডিয়া স্ট্রিমিং ডিভাইস এনেছে। এটি অনেকেটা অ্যামাজন ফায়ার টিভি স্টিক, মি বক্স এবং অ্যাপল টিভির মতো। এই ডিভাইস দিয়ে সাধারণ টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তর করা সম্ভব।
নকিয়া স্ট্রিমার ডিভাইসটিতে ৬০ ফ্রেম/সেকেন্ডের সাথে ১৯২০x১০৮০ পিক্সেলের ফুলএইচডি রেজুলেশান প্লেব্যাক সাপোর্ট করবে। স্ট্রিমারটিতে থাকছে ১ জিবি র্যামের সাথে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং কোয়াড কোর প্রসেসর। যদিও কোন ব্রান্ডের প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটি এখনো অজানা। এটি অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেমে চলবে এবং জিপিইউ হিসাবে আছে মালি ৪৫০ ৷
কানেক্টিভিটির জন্য স্ট্রিমারটিতে আছে ২.৪ এবং ৫ গিগাহার্জের ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট। এছাড়া উন্নত সিগন্যাল রিসেপশানের জন্য ডিভাইসটিতে আই/ও অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে।
সাউন্ডের জন্য এটিতে থাকছে ডলবি ডিজিট্যাল অডিও এবং টিভির সাথে মোবাইল ফোনের স্ক্রিন কাস্টিং করার জন্য থাকছে বিল্ট ইন ক্রোমকাস্ট ফিচার৷ এছাড়া ইউজাররা ডিভাইসটিতে গুগল অ্যাসিস্ট্যান্টও ব্যবহার করতে পারবেন। টিভি নেভিগেশানের জন্য এটি অ্যানড্রয়েড মোবাইল অ্যাপ রিমোর্টও সাপোর্ট করবে ৷