অ্যাপোল স্মার্টওয়াচের আধিপত্য বিস্তার রোধে স্যামসাং নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৩।
স্যামসাং একটি জনপ্রিয় এবং বিখ্যাত কোম্পানি। মোবাইল এর পরে এবার স্মার্টওয়াচের চমক দেখালো। আমরা সবাই জানি স্যামসাং একটি মোবাইল ফোন যার কোন রকম কোয়ালিটির ত্রুটি রাখেনি কোম্পানিটি। এবার তারই ধারাবাহিকতা ধরে রাখতে স্মার্টওয়াচ নিয়ে এলো, গ্যালাক্সি স্মার্টওয়াচ ৩। গ্যালাক্সি স্মার্টওয়াচ ৩ এর অত্যাধুনিক ডিজাইন যে কোন মানুষের নজর কাড়ে। চলুন স্মার্টওয়াচটির ফিচার নিয়ে আলোচনা করা যাক।
এটি একটি ছোট, পাতলা এবং হালকা অাকৃতির। আলোচিত ঘড়িটি ৩ টি আকাড়ের আছে, ৪৫ মিলিমিটার ও ৪১ মিলিমিটার। স্টেইনলেস স্টিল এর বডি দেওয়া হয়েছে ঘড়িটিতে। তবে আমরা আলোচনা করব ৪৫ মিলিমিটার এর ঘড়িটি নিয়ে।
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৩ (৪৫ মিলিমিটার) এ দেওয়া হয়েছে ১.৪ ইঞ্চির অ্যামোল্ড ডিসপ্লে। অসাধারণ দেখতে ডিসপ্লেটি। স্ক্রিন টু বডি দেওয়া হয়েছে ৩০.৪২%। ওয়াচটির রকটি বিশেষ গুণ আছে সেটি হল ঘর্ষণ প্রতিরোধক এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। উল্লেখিত স্মার্টওয়াচের চিপসেট দেওয়া হয়েছে স্যামসাং এক্সিনস ৯১১০ ডুয়েল কোর প্রসেসর। জি পি ইউ দেওয়া হয়েছে মালি টি ৭২০। র্যাম দেওয়া হয়েছে ১ জিবি। ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে ৮ জিবি।
সত্যিই হার্ডওয়্যার অসাধারণ দেওয়া হয়েছে স্মার্টওয়াচটিতে। যার কোন তুলনা নেই। ঘড়িটির ব্যাটারি দেওয়া হয়েছে ৩৪০ মিলি অ্যাম্পিয়ার। ঘড়িটির ওজন দেওয়া হয়েছে মাত্র ৫৩.৮ গ্রাম। ঘড়িটির আরেকটি বিশেষগুন আছে সেটি হল পানি ও ধুলা প্রতিরোধক। সত্যিই অভাবনীয় । খারাপ লাগার বিষয়টি হল এতে ১ হার্জ এর রিফ্রেশ রেট নেই।
ঘড়িটিতে গরিলা গ্লাস ডি এক্স দিয়ে সুরক্ষা দেওয়া হয়েছে। এই ঘড়িটি পানির নিচে ৫ এ টি এম পর্যন্ত চাপ সহ্য করতে পারে। এই ঘড়িতে এক চার্জে ৫৬ ঘন্টার ও বেশি চার্জ যায়। এই স্মার্টওয়াচে খেলা যায়, হেলথ ট্র্যাকিং আছে, হার্টবিট, স্টেপস, ক্যালোরি, ফ্লোর আরোহন, ঘুমানো প্রতিটা পদক্ষেপ পরিমাপ করা যায়। এছাড়া ভয়েস কলিং, গান শোনা ছাড়া ও ফোনের যাবতীয় সুবিধা আছে। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৩ এর মূল্য ২৭৯.৯৯$। আপনি এই ওয়াচটি কোন রকম চিন্তা ছাড়াই কিনতে পারেন। এই স্মার্টওয়াচটির কোন তুলনা হয়না।