ইনফিনিক্স জিরো ৮ এর পরে এবার ইনফিনিক্স জিরো ৮ আই এর লঞ্চ ভারতে করা হবে ডিসেম্বরের ৩ তারিখে। গত মাসে পাকিস্তানে লঞ্চ করা হয়েছিল ফোনটি। ফোনটিতে পাকিস্তানে যেমন ভেরিয়েন্ট চালু হয়েছিল তেমন স্পেসিফিকেশন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনটির ফুল ফিচার এখনো প্রকাশিত হয়নি।
এই মোবাইলটিতে দেওয়া হবে ৬.৮৫ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচ ডি ডিসপ্লে। অ্যান্ড্রোয়িড ১০ ভার্সনে চলবে নোবাইলটি। উক্ত মোবাইলটির প্রসেসর দেওয়া হবে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি ৯০ টি এস ও সি। উক্ত মোবাইলটির রিফেশ রেট দেওয়া হবে ৯০ হার্জ এর। বেশ ফাস্ট হবে মোবাইলটি।
এই মোবাইলটির সাথে দেওয়া হবে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ফোন স্টোরেজ। এখানে ৪৮ মেগাপিক্সেল এর প্রাথমিক ক্যামেরা দেওয়া হবে। এছাড়া ৮ মেগাপিক্সেল এর আল্ট্রাওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেল এর টারশিয়ারী ক্যামেরা দেওয়া হবে। সেলফির জন্য দেওয়া হবে ১৬ মেগাপিক্সেল এর ক্যামেরা। আমার কাছে এই মোবাইলটির ক্যামেরা সেকশন বেশ ভাল লেগেছে। ক্যামেরা গুনাগত মান বেশ ভাল হবে।
ইনফিনিক্স জিরো ৮ আই এর সাথে দেওয়া হবে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি, ব্যাটারি আমার কাছে ঠিকঠাক লেগেছে। এবার দেখে আসি ইনফিনিক্স জিরো ৮ আই এর মূল্য নিয়ে। এই ফোনটির পাকিস্তানে মূল্য ধরা হয়েছিল ৩৪,৯৯৯ পি কে আর। যার ভারতীয় ১৬,৩০০ রুপি। এমনটিই মূল্য হবে বলে আশা করা যাচ্ছে। মোবাইলটির বিস্তারিত প্রচার করা হলে আপনাদের সাথে আলোচনা করা হবে। তবে এইটুকু বলা যাচ্ছে মোবাইলটি বেশ ভাল সার্ভিস দিবে, আপনি ব্যবহার করে দেখতে পারেন।